চাকমা সমাজে প্রচলিত বিখ্যাত কিছু ছড়া

(১)রাঙামাত্যা গাড়ী চলে আর চলে টেকটার

রামানন্দ গম ভাত খাইদে আর দেদে লেকচার

কয়দে শাগত কয়দে নেই

রামানন্দর বাজারত যেবার পয়জে নেই।

(২)ইজি বিজি দুধ কাজি

এইদ চড়ে মোজ চড়ে

গাভুর ভেইয়ে শিঙৎ ধরে

তা লগে ক্য ন পারে।

উদো উদো ভায়ারে

রাজকন্যা নেয়ায় রে

ধরে কন্না বিজুরাম

ফালল্যে উত্তে মনুরাম

একলতা তেলকতা

রাজাবুয়াই কয়েদে

চুর’ আত্তান কাবি নেযাঙ ।

(৩) দারু নেই ধর্ম নেই

গৌরাঙ্গ ডাক্তর।

টেঙা নেই পয়জে নেই

মহররম সওদাগর।

মান নেই সম্মান নেই

ওয়ালী মাতবর।

(৪) হাদত লোয়ে বাদোল বাজ

কুজ্জোত লয়ে গুলী

লক্ষী চিজি ঘুমান যায়

সোনার ধুলোনত পড়ি।

(৫) নাকস গাজর রিবাং যু

ধুলোন বুনি কেরেঙ যু

কেরেঙ যু ধুলোনত কেরেদচাগ

ওয়াঙ ডগত্তন

চিজি চুব গুরি থাক।

(৬) বেঙ ডগত্তন করক করক

বাজ্যে ডুবোত তলে

সোনার চিজিরে

বো আনি দিবোঙ

ঢুলে ঢঙরে।

(৭) ওলি ওলি ওলি

বাজকপাদা জলি

সোনার চিজি

ঘুমান যায়

ধুলোনানত পড়ি।

তথ্যসূত্র: চাঙমাটারা- তনয় দেওয়ান

 260 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *